দেশের একমাত্র ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড সিজন-টু এর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এবং চমেক ডেন্টাল ইউনিটের বাছাই পর্বে ১২ জন শিক্ষার্থীকে চূড়ান্ত করা হয়েছে।
Advertisement
শনিবার (১৫ মার্চ) সকালে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বাচাই পর্বে তাদের চূড়ান্ত করা হয়।
প্রতিযোগিতায় এমবিবিএস ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- আহমেদ ইয়াসিন, জাওয়াদ আরহাম, লাবিবা ফাইরুজ, তানভীর মাহমুদ, সালমান তারেক ও স্বামীর ইয়াসার চৌধুরী। বিডিএস ক্যাটাগরিতে নির্বাচিতরা হলেন- সুমাইয়া শাহরিন, আতিফ শর্মিলা, শিমুল চন্দ্র ভৌমিক, নাহমির চৌধুরী, তানজিনা আক্তার ও ইসরাত জাহান।
আরও পড়ুন বিএসএমএমইউর নতুন নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ-জেলায় ডায়ালাইসিস ইউনিট স্থাপনে দুর্নীতির অভিযোগচমেকের শাহ আলম বীর উত্তম মিলনাতনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যানাটমি বিভাগের শিক্ষকরা এবং হেলথ স্কুলের সদস্যরা।
Advertisement
হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, মেডিকেল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতে দক্ষ পেশাজীবন গড়ে তোলার সুযোগ রয়েছে। মেডিকেল শিক্ষাজীবনের শুরু থেকেই পেশাদার মনোভাব তৈরি করা এবং মেডিকেল শিক্ষাকে আরও আনন্দময় করে তুলতে অ্যানাটমি অলিম্পিয়াডের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মনে করি, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কর্মজীবনে কাজে আসবে।
চট্টগ্রামের প্রথম আইএসও অ্যাক্রিডিটেশন প্রাপ্ত ল্যাব এপিক হেলথ কেয়ার ও মেডিকেল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাবের একাডেমিক প্ল্যাটফর্ম হেলথ স্কুলের যৌথ আয়োজনে মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের প্রায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দেশব্যাপী চলছে দ্বিতীয় অ্যানাটমি অলিম্পিয়াড ২০২৫ এর বাছাই পর্ব। ১২০টি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিট থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৫ এপ্রিল চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
এমডিআইএইচ/কেএসআর/এএসএম
Advertisement