রাজধানীর কামরাঙ্গীরচরের ঝাউলাহাটির শহীদ কাউসার রোড এলাকার একটি বাসা থেকে মোছা. শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (১৫ মার্চ) ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি শহীদ কাউছার রোড এলাকার একটি বাসার পঞ্চম তলা থেকে শাহিনুর নামে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতের আত্মীয়র মুখে জানতে পারি পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
নিহত শাহিনুর আক্তার বরগুনা সদরের মো. আয়ুব আলীর কন্যা। বর্তমানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি শহীদ কাউসার রোড এলাকার ১৬১/এ নম্বর বাসার পঞ্চম তলায় স্বামী মো. জামালের সঙ্গে থাকতেন।
কাজী আল-আমিন/এএমএ/জেআইএম