খেলাধুলা

অধিনায়ক কে থাকবেন, রোহিত নাকি বুমরাহ?

ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে একটি পুরস্কার আশা করতেই পারেন রোহিত শর্মা। সম্ভবত অভিজ্ঞ ক্রিকেটারকে প্রাপ্য সেই পুরস্কারটিই দিতে যাচ্ছে ভারতীয ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

অস্ট্রেলিয়ার কাছে বোর্ডার-গাভাস্কার ট্রফির শিরোপা খোয়ানোর পর ভারতের টেস্ট অধিনায়কত্ব থেকে সরানো হতে পারে রোহিতকে, এমন গুঞ্জন উঠেছিল। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন আর সত্যি হচ্ছে না। রোহিতকেই অধিনায়ক হিসেবে রাখছে বিসিসিআই।

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচকরা রোহিতের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছেন। নিশ্চিত করেছেন, আগামী জুন-আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন রোহিতই। ম্যাচের পরিস্থিতি মূল্যায়নের দক্ষতা ও ব্যবস্থাপনায় রোহিতের উচ্চ প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে ফর্ম নিয়ে উদ্বেগ থাকলেও রোহিতকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরাও।

Advertisement

নিজস্ব সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, ‘সে (রোহিত) দেখিয়েছে যে সে কী করতে পারে। প্রতিটি অংশীদার মনে করে যে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য সে সঠিক প্রার্থী। রোহিতও লাল বলের ক্রিকেট খেলার জন্য তার আগ্রহ প্রকাশ করেছেন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজের ৩ টেস্টে মাত্র ৩১ রান করেছিলেন রোহিত। ব্যক্তিগত কারণে ৫ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে খেলেননি তিনি। ওই ম্যাচে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বে জয় পায় ভারত।

কিন্তু রোহিতের নেতৃত্বে খেলে পরের ৩ টেস্ট হেরে যায় ভারতীয়রা। শেষ ম্যাচে দল থেকেই বাদ পড়েন রোহিত। ওই ম্যাচে বুমরাহ দলকে নেতৃত্ব দিলেও জেতাতে পারেননি।

যেহেতু ওই সিরিজে একমাত্র জয়টি বুমরাহর হাত ধরেই এসেছিল, তাই অনেকে মত দিয়েছেন বুমরাহর হাতে নেতৃত্ব দেওয়ার পক্ষে। যদিও শেষ পর্যন্ত ম্যান ইন ব্লুজদের নেতৃত্ব পাচ্ছেন না ডানহাতি পেসার।

Advertisement

আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ ২০-২৪ জুন লিডসে অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত টেস্ট ৩১ জুলাই থেকে ৫ আগস্ট ওভালে।

এমএইচ/জেআইএম