কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সময় আট লাখ ২৬ হাজার টাকা মূল্যের ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।
Advertisement
শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তের মেইন পিলার ৯৮৫/৩-এস এর নিকট দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন বিজিবির ২২ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসব অস্ত্র ও গুলির পালিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় কাউকে গ্রেফতার করা যায়নি।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে, পাঁচটি ভারতীয় এনএক্স-২০০ এয়ার গান, একটি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসাগুলি।
বিজিবি জানায়, অস্ত্র ও গোলাবারুদ পাচারের গোপন খবর পেয়ে শুক্রবার রাত ১১ টা ৫০ মিনিটের দিকে বিওপির ১৯ সদস্যের বিশেষ টহলদল ওই এলাকায় গোপনে অবস্থান নেন। কয়েকজন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাদের সন্দেহ হলে বিজিবির টহলদল তাদের আটক করতে যায়। এসময় এসব অস্ত্র ও গোলাবারুদ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় সন্দেহভাজনরা। পরে তল্লাশি চালিয়ে ভারতীয় পাঁচটি গান, একটি পিস্টন অ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস সিসা গুলি পাওয়া যায়। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়।
Advertisement
বিজিবির-২২ কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলসহ এসব অস্ত্র ও গোলাবারুদের মূল্য আট লাখ ২৬ হাজার টাকারও বেশি। এসব এয়ার গান পাখি মারার কাজে ব্যবহার করা হয়।
এমএন/এমএস