হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে কোর্ট মসজিদের সামনে শহরের প্রধান সড়ক অবরোধ করেন তারা।
Advertisement
এর আগে শিক্ষার্থীরা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে আসেন। ঘণ্টাব্যাপী অবরোধ শেষে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে দেড়টার দিকে তারা সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার মানদণ্ড ভবন দিয়ে বিচার হয় না। শিক্ষা দিয়ে মান বিচার করতে হবে। অনেক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১০ থেকে ২৫ বছর পরেও স্থায়ী ক্যাম্পাস হয়েছে। তাহলে কি সেখান থেকে যে ডাক্তাররা বের হয়েছেন তাদের মানহীন বলার কোনো সুযোগ আছে? সরকার চাইলে ভবন নির্মাণ করে দিতে পারে। তাহলে স্থায়ী ক্যাম্পাস হয়ে যাবে। তা না করে বরং একটি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজকে বন্ধ করা হচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, এ মেডিকেল কলেজের কারণে জেলার প্রায় ৩০ লাখ মানুষের চিকিৎসার মানোন্নয়ন হয়েছে। যেখানে আগে সামান্য সমস্যা হলেই সিলেট বা ঢাকায় যেতে হতো, এখন এসব সেবা জেলা সদর হাসপাতালেই পাওয়া যাচ্ছে। যদি এ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র অব্যাহত থাকে তবে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো।
Advertisement
সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজের শিক্ষার্থী আবু হাসান, আকিব মাহমুদ, তাসনিমুর রিয়াজ, রিয়েল সরকার, রিংকু দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/জেআইএম