ক্যাম্পাস

সিমাগো র‌্যাঙ্কিংয়ে দেশে চতুর্থ ইসলামী বিশ্ববিদ্যালয়

 

স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৫ সালের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৯ হাজার ৭৫৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

Advertisement

মঙ্গলবার (১১ মার্চ) প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এবছর বাংলাদেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় তালিকায় জায়গা পেয়েছে। তবে সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকিউলার বায়োলজি ফিল্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।

সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন- এ তিনটি সূচকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৬তম, ১৯তম ও ৫ম। আর এ তিনটি বিষয় মিলে ইবির সার্বিক অবস্থান চতুর্থ।

এছাড়া বাংলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয় হলো- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

Advertisement

সিমাগো ইনস্টিটিউশন র‌্যাঙ্কিংয়ের জন্য মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এই র্যাংকিং নির্ধারণে প্রকাশনা সংখ্যা, সাইটেশন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উদ্ভাবন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতি বছরই এই র্যাংকিং প্রকাশিত হয়ে থাকে এবং এটি বিশ্বব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষার মান পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

জেডএইচ/জেআইএম