বিনোদন

মরে যাওয়া ব্ল্যাক উইডো আর ফিরবে না

মার্ভেল সিনাম্যাটিক ইউনিভার্সের তুমুল জনপ্রিয় একটি চরিত্র ব্ল্যাক উইডো। এই চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেণ স্কারলেট জোহানসন। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিতে মহাবিশ্বকে বাঁচাতে গিয়ে চূড়ান্ত ত্যাগ স্বীকার করে মৃত্যু বরণ করে ব্ল্যাক উইডো। এরপর থেকেই জল্পনা কল্পনা চলছে চরিত্রটির প্রত্যাবর্তন নিয়ে।

Advertisement

মার্ভেল ভক্তরা আবারও ব্ল্যাক উইডোকে দেখতে চান। তবে সেটি সম্ভবত আর হবে না। চরিত্রটির ফিরে আসা নিয়ে নেতিবাচক তথ্যই দিলেন অভিনেত্রী স্কারলেট জোহানসন।

সম্প্রতি একটি খোলামেলা সাক্ষাৎকারে অভিনেত্রী বেশ স্পষ্ট করে বলেন, নাতাশা রোমানোফ (ব্ল্যাক উইডো মৃত। তার নায়েকোচিত বিদায় হয়েছে। তাকে তার সেই ‌‘হিরো মোমেন্ট’ উপভোগ করতে দেওয়া উচিত।’

জোহানসন দৃঢ়ভাবে বললেন যে সিনেমার পর্দায় নাতাশার যাত্রা শেষ। তিনি ভক্তদের প্রতি বলেন, ‘নাতাশা মরে গেছে। সে মরে গেছে। ঠিক আছে? তার চরিত্রের পরিণতি মেনে নিতে অনুরোধ করছি। অনেকে দাবি করছে সে আবার ফিরে আসতে পারে। দেখুন, আমি মনে করি সমগ্র মহাবিশ্বের ভার তার হাতে ছিল। সেই বিশ্বকে বাঁচাতে গিয়ে সে নিজেকে বিসর্জন দিয়েছে। এটা একটা দারুণ মুহূর্ত। নাতাশাকে শ্রদ্ধায় স্মরণ রাখুন। তার ফিরে আসার দরকার নেই।’

Advertisement

তবে ভক্তরা আশা ছাড়তে রাজি নন। তারা দাবি করছেন, মার্ভেলের ইতিহাসে অনেক মৃত চরিত্রদেরেই ফিরিয়ে আনা হয়েছে। তাহলে নাতাশা বা ব্ল্যাক উইডোর ফিরতে সমস্যা থাকার কথা নয়। তার ফিরে আসা উচিত। এখন দেখা যাক, মার্ভেল তার জনপ্রিয় চরিত্রটি নিয়ে নতুন করে কিছু ভাববে কি না।

এলআইএ/এএসএম