বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেছেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যার ওপর গুরুদায়িত্ব রয়েছে দেশের ১৭-১৮ কোটি মানুষের খাদ্যের জোগান নিশ্চিত করা।
Advertisement
তিনি আরও বলেন, শুধু আমি নই, দেশের আপামর জনসাধারণও বিশ্বাস করে যে, দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ব্যাপক ভূমিকা রেখেছে।
বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স রুমে বাকৃবির টাঙ্গাইল জেলা সমিতির আয়োজনে ইফতার মাহফিল, নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ছাত্র উপদেষ্টা।
এসময় নবীনদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা এখানে ভর্তি হতে পেরেছো, যা গর্বের বিষয়। বাকৃবির শিক্ষার্থীরা সবক্ষেত্রেই কৃতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। নতুনদের প্রতি আমার আশা, তোমরা ভালো ফলাফল অর্জন করবে। গবেষণায়, সরকারি চাকরিতে বা অধ্যাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। যদি কখনো কোনো সহায়তার প্রয়োজন হয়, আমরা তা করার জন্য প্রস্তুত।’
Advertisement
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা সমিতির সাধারণ সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক ড. আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।
আসিফ ইকবাল/এসআর/এমএস