সিরাজগঞ্জের রায়গঞ্জে মেসার্স মামা ভাগনে ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মেসার্স প্রত্যয় ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
Advertisement
বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ব্রম্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে অবস্থিত ইটভাটাটি ভেঙে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটার চিমনি ভেঙে ফেলা হয়।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই মেসার্স মামা ভাগনে ব্রিকস দীর্ঘদিন ধরে ইট নির্মাণ ও পোড়ানোর কাজ করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে চিমনি ভেঙে ফেলা হয়েছে।
এছাড়া একই এলাকার খামারগাঁতী নামক স্থানের মেসার্স প্রত্যয় ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Advertisement
এমএ মালেক/আরএইচ/এএসএম