প্রবাস

মালয়েশিয়ার পাহাং রাজ্যে ৪৮ বাংলাদেশিসহ ১৩১ জন আটক

মালয়েশিযার পাহাং রাজ্যে অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশিসহ ১৩১ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

Advertisement

সোমবার ও মঙ্গলবার রাজ্যের বেনটং ও কুয়ান্টানের আশপাশে অভিবাসী অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পাহাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, বৈধ পাস না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে।

বুধবার এক বিবৃতিতে পরিচালক বলেন, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে ৫৫ জন ইন্দোনেশিয়ান, ৪৮ জন বাংলাদেশি, ১৬ জন ময়ানমারের, একজন মিশরীয়, দুইজন পাকিস্তানি, একজন চীনা ও আটজন থাই নাগরিক রয়েছেন।

Advertisement

তিনি জানান, আটক অবৈধ অভিবাসীদের কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য বিদেশি এবং নিয়োগকর্তাদের সর্বদা বলবৎ আইন মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

বিএ/এমএস