ময়মনসিংহে যুবলীগ নেতা অ্যাডভোকেট মো. ছলিম উল্লাহ রসুলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Advertisement
বুধবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে শহরের কাচারিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ছলিম উল্লাহ রসুল ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য। তিনি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমদাদুল হক মণ্ডলের ছেলে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, মো. ছলিম উল্লাহ রসুল আলোচিত যুবলীগ নেতা। তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে। তার সঙ্গে শীর্ষ মাদক কারবারিদের সখ্যতা রয়েছে বলেও অভিযোগ পাওয়া পাওয়া গেছে। দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যে কোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস