খেলাধুলা

এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত মাল্টি-ফরম্যাট সিরিজ বাতিল করেছে আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ড মঙ্গলবার তাদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে, যেখানে আফগানিস্তানের বিপক্ষে পূর্বনির্ধারিত টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের উল্লেখ নেই।

Advertisement

আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য। আর এই সদস্যপদ পাওয়ার একটি শর্ত হলো নারীদের দল থাকতে হবে। কিন্তু আফগানিস্তানের রক্ষণশীল তালিবান সরকার নারীদের কিছু ক্ষেত্রে বিধিনিষেধ দিয়েছে, যার মধ্যে আছে খেলাধুলাও।

এসব জটিলতায় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দল আফগানদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি সম্প্রতি আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ।

তবে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোম জানালেন, তারা যে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন সেটি রাজনৈতিক কারণে নয়, আর্থিক কারণে। তিনি বলেন, ‘এটি কেবলমাত্র আর্থিক কারণে নেওয়া একটি সিদ্ধান্ত। আমাদের স্বল্পমেয়াদী বাজেটের সীমাবদ্ধতা এবং সংগঠনের কৌশলগত লক্ষ্যগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Advertisement

এদিকে, আইরিশ ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে থাকছে ঐতিহাসিক কিছু সিরিজ। আগামী মে-জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড পুরুষ দল। এছাড়া, সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে, যা ইংল্যান্ডের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ আয়ারল্যান্ডের মাটিতে।

এমএমআর/এএসএম