দেশজুড়ে

নামাজ পড়তে বের হয়ে মরদেহ হয়ে ফিরলো কিশোর

কুমিল্লার লালমাইয়ের দত্তপুরে সায়মন হোসেন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১১ মার্চ) রাত পৌনে ১১টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর দক্ষিণ পাড়া গ্রামের ঢাকা-চট্টগ্রাম রেলপথের পূর্ব পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত সায়মন হোসেন উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর মধ্যমপাড়ার আবদুল মতিনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কসপে সহকারী মিস্ত্রী হিসেবে কাজ করতো।

Advertisement

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সায়মন হোসেন মঙ্গলবার তার পরিবারের সঙ্গে বাড়িতে ইফতার করে। মাগরিবের নামাজ পড়ার কথা বলে সে মায়ের মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত ৮টায় স্থানীয়রা দত্তপুর দক্ষিণ পাড়া গ্রামের রেললাইনের পাশে সায়মনের মরদেহ দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও লাকসাম রেলওয়ে থানার তিনটি টিম ঘটনাস্থলে যায়। সুরতহাল শেষে রাত পৌনে ১১টায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রেলওয়ে থানা পুলিশ।

নিহতের বড় ভাই ফয়সাল বলেন, আমরা পাঁচ ভাই। সায়মন সবার ছোট। দুই ভাই প্রবাসে থাকে। আমি ও সায়মনসহ তিন ভাই মা-বাবার সঙ্গে ইফতার করেছি। ইফতারের পর মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ার কথা বলে সায়মন বের হয়েছিল। রাত ৮টায় জানতে পারি আমার ভাইয়ের মরদেহ রেললাইনের পাশে পড়ে আছে।

তিনি আরও বলেন, আমার ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। ওর কোনো শত্রু নেই। তবে শিমুল, আসিফ, রাসেল, সাব্বিরসহ ওর কয়েকজন বন্ধু আছে।

Advertisement

দত্তপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, শুনেছি মঙ্গলবার নোয়াগাঁও গ্রামে খেলার মাঠে কিছু ছেলের সঙ্গে সায়মনের কথা কাটাকাটি হয়েছিল। ঘটনার কিছুক্ষণ আগেও সায়মনের সঙ্গে দুজন ব্যক্তি ছিলেন। সায়মন তাদের সঙ্গে রেললাইনের পাশে বসে কথা বলছিলেন। পুলিশের উচিত তদন্ত করে ওই দুই জন ব্যক্তির পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ বের করা।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আবদুল মতিন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চট্টগ্রামমুখী সুবর্না এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম