জাতীয়

রাতেই ঢাকায় আসছে সৈয়দ মঞ্জুর এলাহীর মরদেহ

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মরদেহ আজ বুধবার (১২ মার্চ) রাতেই দেশে আনা হচ্ছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আজ রাত ১০টা ২০ মিনিটে তার মরদেহ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

সিঙ্গাপুর থেকে সৈয়দ নাসিম মঞ্জুর গণমাধ্যমকে বলেন, ‘আজ বুধবার রাতে বাবার মরদেহ দেশে আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। তার প্রথম জানাজা বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জোহরের পর ঢাকার গুলশান-২ আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী করবস্থানে আমাদের মায়ের (নিলুফার মঞ্জুর) কবরের পাশে দাফন করা হবে।

আরও পড়ুন সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন মঞ্জুর এলাহীর জানাজা বৃহস্পতিবার, দাফন বনানী কবরস্থানে

আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা) তিনি মারা যান।

সৈয়দ মঞ্জুর এলাহী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তার পাশে ছিলেন ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর ও মেয়ে মুনিজে মঞ্জুর। তারা আজই মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা করছেন। এর আগে ২০২০ সালের ২৬ মে সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী ও সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

Advertisement

ইএআর/এমএএইচ/এএসএম