কলকাতার কুমুরটোলির পর এবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় ট্রলির ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হলো। উত্তর ২৪ পরগনা জেলার ঘোলা থানার কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এই ট্রলি ও ভাগারাম সিং নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে ঘোলা থানার পুলিশ টহলরত অবস্থা দেখতে পায়, একটি সাদা রঙের গাড়ি দ্রুতগতিতে চলে যাচ্ছে। গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় গাড়িটিকে ধাওয়া করে দাড় করান পুলিশ সদস্যরা। সেসময় গাড়িতে ড্রাইভার ছাড়া আরও দুজন ব্যাক্তি ছিলেন।
গাড়িটি দাড় করাতেই একজন গাড়ির ভেতর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান। এরপর ঘোলা থানার পুলিশ গাড়িটিতে চিরুনি তল্লাশি চালায়। একপর্যায়ে তারা গাড়ির ভেতর থেকে একটি আকাশি রঙের ট্রলি উদ্ধার হয়। সেটি খুলতেই ব্যাগের ভেতর থেকে হাত, পা ও মুখে টেপ লাগানো গলাকাটা অবস্থায় এক যুবকের দেহ বেরিয়ে আসে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ঘটনা জানতে পেরে এসে দেখে, পুলিশ একটি ট্রলি নামিয়েছে। সেটার ভেতরে একটি মরদেহ দেখা যায়। হত্যাকাণ্ডে জড়িতরা এই জায়গায় অন্ধকারের সুযোগ নিতে চেয়েছিল। ট্রলি ফেলে দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পুলিশ থাকায় তাদের সেই পরিকল্পনা সফল হয়নি।
Advertisement
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত যা জানা গেছে তা হলো- হত্যার শিকার ও হত্যাকাণ্ডে জড়িত সবাই রাজস্থানের পালির বাসিন্দা এবং কাপড়ের ব্যবসায়ী। ভাগারাম সিংয়ের মরদেহটি গলা কাটা অবস্থায় হাত-পা ও মুখ টেপ দিয়ে বাধা ছিল। আরেকটি ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় রক্তমাখা ধারালো অস্ত্র ও ৬৫ হাজার রুপি। সন্দেহ করা হচ্ছে, কাপড়ের ব্যবসার অর্থ ভাগ করা নিয়ে গণ্ডগোলের জেরে ভাগারামকে হত্যা করা হয়েছে।
ডিডি/এসএএইচ