জাতীয়

জাতিসংঘ মহাসচিবের সফরে থাকছে যেসব কর্মসূচি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চার দিনের সফরে ঢাকা আসছেন। চার দিনের সফর হলেও তিনি মূলত ১৪ ও ১৫ মার্চ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

Advertisement

বুধবার (১২ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, ১৪ মার্চ শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘের মহাসচিব। এরপর তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখানে রোহিঙ্গা শিশুদের সঙ্গে তার একটি অনুষ্ঠান রয়েছে। রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেখানো হবে। এরপর তিনি রোহিঙ্গাদের কালচারাল সেন্টারে বিভিন্ন কর্মসূচি দেখবেন। এছাড়া তিনি তরুণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। তিনি কক্সবাজারে একটি লার্নিং সেন্টারও পরিদর্শন করবেন। এরপর ওইদিনই তিনি ঢাকায় ফিরবেন।

আরও পড়ুন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব মাগুরার শিশুটির অবস্থার আরও অবনতি: প্রেস সচিব

শফিকুল আলম আরও জানান, পরদিন শনিবারও (১৫ মার্চ) জাতিসংঘের মহাসচিব ব্যস্ত সময় কাটাবেন। তিনি এদিন সকালে ঢাকায় জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশন ও নাগরিক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। রাতে তিনি তার সম্মানে প্রধান উপদেষ্টার আয়োজনে এক ডিনার পার্টিতে যোগ দেবেন। পরদিন ১৬ মার্চ ঢাকা ত্যাগ করবেন আন্তোনিও গুতেরেস।

Advertisement

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

এমইউ/কেএসআর/এএসএম