সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নবগঠিত জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ফাহিম বিশ্বাসকে শোকজ করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার মুখপাত্র টি এম মুশফিক সাদের সই করা একটি চিঠিতে এই তথ্য জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব ফাহিম বিশ্বাস, আপনার বিরুদ্ধে নিজ সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি এবং সংগঠন পরিপন্থি কর্মকেণ্ডের অভিযোগ এসেছে। কিন্ত, সংগঠন আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেবে না, এই মর্মে আগামী ২ দিনের মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিবের নিকট কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।
সংগঠনের সিনিয়র মুখ্য সংগঠক যুবাইর আল-ইসলাম সেজান জাগো নিউজকে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিজ সংগঠনের সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আগামী দুইদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
Advertisement
সংগঠনটির একাধিক সূত্র জানায়, রায়গঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে দুর্নীতি-স্বজন প্রীতি, সরকারি অফিস ও ঠিকাদারদের কাজে বাধাদান ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী’ সাইদুজ্জামান শ্রাবণ, শেখ রিয়াদ, ইসরাত জাহান এশা এবং ফয়সাল ও ফাহিম বিশ্বাসের মধ্যে মতবিরোধ তৈরি হয়। এরপর মঙ্গলবার (১১ মার্চ) সকালে সাইদুজ্জামান শ্রাবণ ও শেখ রিয়াদ গ্রুপের সদস্য পলাশ সরকার ফয়সাল ও ফাহিম বিশ্বাসের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
ওই অভিযোগের প্রেক্ষিতে ইউএনও দুপুরে উভয়পক্ষকে উপজেলা পরিষদে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এতে উভয়পক্ষ উপজেলা পরিষদে এসে জড়ো হলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। পরবর্তীতে ইউএনও উভয়পক্ষকে আবারও ডেকে এনে ঐক্যবদ্ধভাবে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চলার পরামর্শ দেন।
এমএএম/এএমএ
Advertisement