দেশজুড়ে

কাফির বাড়িতে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।

এর আগে রোববার (৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন বরগুনার আমতলী সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার (২২) এবং কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের হিরন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)।

আরও পড়ুন: বিপ্লব ঘটাইয়া এ সরকারকে বসালাম, এ সরকার কি করতেছে: কাফি পুনর্বাসন-দুষ্কৃতকারীদের গ্রেফতার চেয়ে কাফির আলটিমেটাম

পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি দিনগত গভীর রাতে কাফির পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এলে তারা প্রাণে রক্ষা পান। এ ঘটনার পর কাফি থানায় মামলা করেন, যার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেফতার করা হয়।

Advertisement

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গ্রেফতাররা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য। কাফির ভিডিও কনটেন্ট দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে তারা এ ঘটনা ঘটিয়েছেন।

তবে তদন্ত এখনো চলমান। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান এসপি। আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম