রাজনীতি

জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এনসিপির ইফতার

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ইফতার অনুষ্ঠান করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে তাঁবু বানিয়ে ইফতারের আয়োজন করে নতুন এই দল। কার্পেট বিছিয়ে বসার ব্যবস্থা করা হয় আগত অতিথিদের জন্য।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, বড় এই তাঁবুতে সবাই লাইন করে বসেছেন ইফতারের আগেই। জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরা এতে উপস্থিত হন।

রাজধানীর বিএসএমএমইউতে চিকিৎসাধীন মাসুদ মিয়া স্ট্রেচারে এসেছেন ইফতার ও দোয়া মাহফিলে। তিনি জাগো নিউজকে বলেন, এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। নতুন দল আমাদের ভুলে যায়নি মনে রেখেছে। অনেকের সঙ্গে দেখাও হচ্ছে।

ইফতার আয়োজন বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জাগো নিউজকে বলেন, যাদের রক্তের বিনিময় এই নতুন দেশ পেয়েছি তাদের আমরা সব সময় স্মরণ করি। তাদের উদ্দেশ্যে আজ আমরা ইফতারের আয়োজন করেছি। শহীদ ও আহত পরিবারের জন্য ইফতার আমাদের দায়িত্ব। এটি আমাদের আবেগের জায়গা।

Advertisement

ইফতার ও দোয়া মাহফিলে আয়োজন নিয়ে সারজিস আলম বলেন, আহত ও শহীদ পরিবারের সদস্যরা আমাদের এক পরিবার। আজ পরিবারিক পরিবেশেই আমরা এই ইফতার অনুষ্ঠান করবো।

এএএম/এমআইএইচএস/এএসএম