যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের হুমকি এবং দেশটিতে বিনিয়োগকারী চিপ নির্মাতাদের জন্য বরাদ্দ বিলিয়ন ডলারের ভর্তুকি বাতিলের প্রতিশ্রুতিতে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও গাড়ি উৎপাদন খাত বিপাকে পড়েছে।
Advertisement
সিউলে গত সপ্তাহে এক ফোরামে দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের চিপ শিল্পে ভর্তুকি বাতিলের পরিকল্পনা ‘অর্থহীন’, বিশেষ করে যখন স্যামসাং ইলেকট্রনিক্সের মতো কোম্পানি আগের বাইডেন প্রশাসনের সঙ্গে ৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল।
আরও পড়ুন>>
ট্রাম্পের শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে গাড়ি তৈরি করবে হোন্ডা ভারতকে ছাড় নয়, ২ এপ্রিল থেকেই যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্ক’ চালু ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিতে পারে কোম্পানিগুলোকোরিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের পরিচালক জুন জে-মিন বলেন, আমরা দেখছি যুক্তরাষ্ট্র পণ্যে শুল্ক আরোপ করছে এবং এখন চিপ আইন বাতিলের আলোচনা চলছে, যা আমাকে খুবই উদ্বিগ্ন করছে।
Advertisement
তিনি আরও বলেন, আমরা কিছুই করতে পারছি না, যদিও এটি অর্থহীন মনে হয়। আমরা শুধু দক্ষিণ কোরিয়া সরকারকে অনুরোধ করছি, যেন আমাদের রক্ষা করার জন্য আরও কঠোর পরিশ্রম করা হয়। এটি আমাদের জন্য হতাশাজনক।
গাড়িনির্মাতাদের উদ্বেগট্রাম্প গত ফেব্রুয়ারিতে ঘোষণা দেন, তিনি এপ্রিল মাস থেকে আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। এর ফলে দক্ষিণ কোরিয়ার গাড়ি উৎপাদনকারীরা উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত গাড়ির হার বাড়িয়ে শুল্ক এড়ানো যায়।
কোরিয়া অটোমোবাইল অ্যান্ড মোবিলিটি অ্যাসোসিয়েশনের পরিচালক কিম জু-হং বলেন, আমরা প্রতিদিন ট্রাম্পের নতুন শুল্ক নীতির আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি। আমরা প্রতি বছর যুক্তরাষ্ট্রে ১৪ দশমিক ৯ লাখ গাড়ি রপ্তানি করি। যদি ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়, তবে আমাদের কিছু গাড়ি স্থানীয়ভাবে উৎপাদন করতেই হবে।
হুন্দাই মোটর জানিয়েছে, তাদের মার্কিন কারখানাগুলো যুক্তরাষ্ট্রের বাজারের ৭০ থেকে ৮০ শতাংশ চাহিদা পূরণ করতে সক্ষম। সংস্থাটি যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন সক্ষমতা বছরে তিন লাখ থেকে পাঁচ লাখ ইউনিট বাড়ানোর পরিকল্পনা করেছে।
Advertisement
কেএএ/