ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেছেন মার্ক কুক্কুরেলা।
Advertisement
রোববার রাতে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে ভালোই লড়াই করেছে লেস্টার। ৪৩ শতাংশ বলের দখল রাখতে পেরেছিল তারা। তবে লক্ষ্যে শট রাখায় অনেকটা পিছিয়ে ছিল সফরকারীরা। চেলসির ৭ শটের বিপরীতে লেস্টার শট ছিল মাত্র ৩টি।
বারবার আক্রমণে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে চেলসিকে অপেক্ষা করতে হয়েছে ৬০ মিনিট পর্যন্ত। আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার কুক্কুরেলা।
কষ্টার্জিত জয়ে নিয়ে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে প্রিমিয়ার লিগের টেবিলের সেরা চারে উঠেছে চেলসি। ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট ব্লুজদের। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। পয়েন্ট ব্যবধান বাড়াতে কিছুক্ষণের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠ নামবে অলরেডরা।
Advertisement
অন্যদিকে ১৭ পয়েন্ট নিয়ে নিচ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে লেস্টার।
এ ম্যাচে চেলসি গোল পেতে পারতো প্রথমার্ধেই। ১৯ মিনিটে ডি-বক্সের ভেতর লেস্টোরের ভিক্টর ক্রিশ্টিয়ানসেন ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। কিন্তু চেলসি ফরোয়ার্ড কোল পালমারের নেওয়া পেনাল্টি শট রুখে দেন লেস্টারের ডেনিশ গোলরক্ষক।
এটি ছিল প্রিমিয়ার লিগে পালমারের প্রথম পেনাল্টি মিস। এখন পর্যন্ত ৭টি লিগ ম্যাচে কোনো গোল করেননি তিনি।
এমএইচ/
Advertisement