চলছে পবিত্র মাহে রমজান। এ মাসটিকে উপলক্ষ করে নতুন দুটি ইসলামী গান প্রকাশ করেছে দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশন। দুটি গান গেয়েছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও কাজী শুভ।
Advertisement
গান দুটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ইমরানের গাওয়া ইসলামী গানটির শিরোনাম ‘তুমি মেহেরবান’। গানটির সুর করেছেন ইমরান। এ গায়ক বলেন, ‘বেশ অন্যরকম কথার একটি ইসলামী গান করেছি এবার। পবিত্র রমজানের এই মাসে গানটি প্রকাশ পাচ্ছে। তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’
এদিকে কাজী শুভর গাওয়া গানটির শিরোনাম ‘দমে দমে তোমায় জপি’। গানটির সুর করেছেন কাজী শুভ। এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘এ গানটির মাধ্যমে মহান আল্লাহুর’ কাছে ক্ষমা প্রার্থনার আকুতি জানানো হয়েছে। সব মিলিয়ে গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।’
গান দুটির গীতিকবি ফয়সাল রাবিকীন বলেন, ‘বেশ সময় নিয়ে ইসলামী গান দুটি করা। গান দুটির বাণিতে আল্লাহু’র প্রতি আনুগত্য ও ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস ইমরান ও কাজী শুভর কণ্ঠে গান দুটি ভালো লাগবে সবার।’
Advertisement
উল্লেখ্য, ইমরানের কণ্ঠে ‘তুমি মেহেরবান’ প্রকাশ হচ্ছে আগামীকাল (সোমবার)। আর তার দুদিন বাদেই প্রকাশ হচ্ছে কাজী শুভ’র ‘দমে দমে তোমায় জপি’।
এলআইএ/জেআইএম