রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (৮ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (৯ মার্চ) বেলা ১১টার দিকে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
তিনি বলেন, শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ১০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
Advertisement
আরও পড়ুন
রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৩৯ নিরাপত্তাকর্মীরা পালন করবেন পুলিশের দায়িত্ব, করতে পারবেন গ্রেফতারগ্রেফতাররা হলেন- আল আমিন (৩০), হাসান (৩৫), সাইদ (৩২), রানা (২৮), সাগর (২৫), রনি (২৪), রাসেল ইয়াসিন (২৩), সাব্বির (২১), কাউসার (২৮) ও ফারুক (৫০)।
তাদের মধ্যে চাঁদাবাজি মামলায় চারজনকে, মাদক মামলায় চারজন, সিআর পরোয়ানা মামলায় একজন ও অন্যান্য মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Advertisement
কেআর/এএমএ/এমএস