খেলাধুলা

গ্লেন ফিলিপস মানুষ নাকি এলিয়েন! (ভিডিও)

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ব্যাট কিংবা বল হাতে নয়, এবারের আসরে কিউই অলরাউন্ডারকে ক্যামেরায় বেশিরভাগ বন্দি করা হয়েছে অস্বাভাবিক ক্যাচ নেওয়ার মুহূর্তে।

Advertisement

আজ রোববার দুবাইয়ে ফাইনালে আরও একবার দর্শকদের চোখ কপালে তুলেছেন ফিলিপস। ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা ভারতের উদ্বোধনী জুটি যখন ভাঙতেই পারছিল না নিউজিল্যান্ড, ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য এক ক্যাচ নিলেন তিনি।

নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনারের বলে শর্ট এক্সট্রা কভার অঞ্চলে ড্রাইভ করছিলেন ভারতীয় ওপেনার শুভমান গিল। ডানহাতির ব্যাটারের ব্যাট থেকে আসা বলের দিকে ঈগল পাখির মতো তীক্ষ্ম লক্ষ্য রেখে বাতাসে ভাসলেন ফিলিপস। মাথার কয়েক ফুট উপর দিয়ে গতিপথ তৈরি করা বলকে বাজপাখির মতো ছোঁ দিয়ে ধরে ফেললেন তিনি।

ক্যাচটি নিতে ফিলিপস সময় নিয়েছেন মাত্র ০.৭৮ সেকেন্ড। যা দেখার পর অনেকে প্রশ্ন করতেই পারেন, ফিলিপস মানুষ নাকি এলিয়েন?

Advertisement

অসাধারণ এই ক্যাচে পতন হয় ভারতের প্রথম উইকেটের। রোহিত শর্মার দলের দলীয় রান তখন ১০৫।

ফিলিপসের একই অবিশ্বাস্য ক্যাচ ধরা দেখে বোধহয় খুব বেশি অবাক হননি গিল। কারণ, গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুবাইয়েই সতীর্থ বিরাট কোহলির একটি ক্যাচ জাদুকরী দক্ষতায় তালুবন্দি করেছিলেন ফিলিপস। আকাশে উড়াল দিয়ে গালি অঞ্চল থেকে ওই ক্যাচটি নিয়েছিলেন নিউজিল্যান্ডের এ ফিল্ডার।

এর আগে গ্রপ পর্বে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ নিয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন ফিলিপস। উইলিয়াম ও'রর্কের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে কাট করেছিলেন রিজওয়ান। আকাশে ভেসে ওই ক্যাচটি নিয়েছিলেন ফিলিপস।

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাচ নেওয়ার ৫টি সুযোগ এসেছে ফিলিপসের কাছে। সবগুলো ক্যাচই সফলভাবে নিয়েছেন তিনি। এর মধ্যে তিনটি ক্যাচই অবিশ্বাস্য। এই তিনটির মধ্যেই নির্বাচিত হতে পারে এবারের আসরের সেরা ক্যাচ।

Advertisement

এমএইচ/