বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে লাটাকিয়া ও তার্তুসে কমপক্ষে ৭৪৫ জন আলাওয়ি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, প্রায় ১২৫ জন সরকারি নিরাপত্তা সদস্য এবং ১৪৮ জন আসাদপন্থি যোদ্ধা নিহত হয়েছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ১৮-তে পৌঁছেছে।
ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসা উচিত: ইলন মাস্কপশ্চিমা সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের হয়ে আসতে আবারও তাগিদ দিলেন ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান ইলন মাস্ক। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এই তাগিদ দেন ট্রাম্প ঘনিষ্ঠ এই ধনকুবের।
বিদেশি সাহায্যের পতন: সংকট নাকি সুযোগ?যুক্তরাষ্ট্রের প্রধান উন্নয়ন সহায়তা সংস্থা ইউএসএআইডি বন্ধের পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর আগে সংস্থাটিকে ‘অপরাধী সংগঠন’ এবং ‘উগ্রপন্থিদের পরিচালিত’ বলে অভিহিত করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী ইলন মাস্ক। শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য পশ্চিমা দাতারাও ধাপে ধাপে উন্নয়ন সহায়তা কমাচ্ছে। যুক্তরাজ্য তার সহায়তা বাজেট ৪০ শতাংশ কমিয়েছে। ফ্রান্সও সহায়তা বাজেটে বড় ধরনের কাটছাঁটের পরিকল্পনা করেছে।
Advertisement
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন এমন অনেকেই এখন চাকরিচ্যুত হয়েছেন। নির্বাচনের সময় জেনিফার পিগট তার একতলা বাড়ির বাইরে বেশ গর্ব করেই ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে লাল-নীল রঙের প্রচারণার পতাকা ঝুলিয়েছিলেন। এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল করেছিলেন। তাকে হঠাৎ করেই সিভিল সার্ভিসের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং এটা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই।
সৌদিতে কর্মক্ষেত্রে বাড়ছে নারীদের উপস্থিতিসৌদি আরবে কর্মক্ষেত্র, লিডারশিপ রোল ও উদ্যোক্তা হিসেবে নারীদের উপস্থিতি বেড়েছে উল্লেখযোগ্য হারে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস কর্তৃক প্রকাশিত তথ্যে এমন চিত্র পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ৩৬ দশমিক ২ শতাংশ সৌদি নারী শ্রমশক্তিতে সক্রিয় ছিলেন।
মামার জামা পরে বেরোনোয় চিনতে ‘ভুল’, গুলিতে প্রাণ গেলো তরুণেরশখ করে মামার জামা পরে বাইরে বেরিয়েছিল ১৮ বছর বয়সী আয়ুষ। কিন্তু সেই জামার জন্যই প্রাণ হারাতে হলো তাকে। ওই জামার কারণে তাকে ভুলক্রমে মামা ভেবে গুলি করে শত্রুপক্ষের লোকজন। এতে নিহত হয় ছেলেটি। সম্প্রতি মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের বিহারে।
ইরানের পরমাণু স্থাপনায় হামলা ‘আঞ্চলিক বিপর্যয়’ ডেকে আনবে: কাতারইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা করলে কাতার ও পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়বে। এমনকি হামলার তিন দিনের মধ্যে এই অঞ্চলে ব্যবহারযোগ্য ও সুপেয় পানি শেষ হয়ে যাবে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
Advertisement
গত ৬ মার্চ ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাজ্যে ভুক্তভোগীদের শনাক্ত ও রক্ষায় সরকারি উদ্যোগ ‘ন্যাশনাল রেফারেল মেকানিজম’ (এনআরএম) গত বছর রেকর্ড ১৯ হাজার ১২৫ জন ভুক্তভোগীকে আধুনিক দাসত্বের সম্ভাব্য শিকার হিসেবে নথিভুক্ত করেছে। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে সংখ্যাটি ছিল ১৭ হাজার।
যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে ইরান-রাশিয়া ও চীনসহযোগিতা বৃদ্ধির লক্ষে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী এই সপ্তাহে সামরিক মহড়া চালাতে যাচ্ছে। রোববার (৯ মার্চ) ইরানের সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিন্ন আকাঙ্ক্ষা পোষণকারী এই তিন দেশ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে।
অবশেষে নিজের পছন্দে চুল কাটার স্বাধীনতা পেলো শিক্ষার্থীরাবহু বছরের বিতর্কের পর অবশেষে থাইল্যান্ডের শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছামতো চুলের স্টাইল বেছে নেওয়ার স্বাধীনতা পেলো। গত বুধবার দেশটির সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট থাই শিক্ষা মন্ত্রণালয়ের ৫০ বছরের পুরোনো একটি নির্দেশনা বাতিল করেছে, যা শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট চুলের ধরন বাধ্যতামূলক করেছিল।
এসএএইচ/জেআইএম