জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন সদস্য গ্রেফতার

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি ও আরামবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার (৮ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

গ্রেফতাররা হলেন-চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেন, রমজান সিকদার আপন (২৪) ও রাজু হোসেন (২৫)।

মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার রাতে থানার টহল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এজিবি কলোনির আলহেলাল জেন বায়তুল আমান জামে মসজিদের সামনে ফাঁকা মাঠে ৮ থেকে ১০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ৩টা ৫ মিনিটে টহলটিমটি সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রমজান ও রাজু নামের দুইজনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

Advertisement

রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৩৯

এসময় তাদের হেফাজত থেকে একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়। এছাড়াও শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়।

রেকর্ডপত্র পর্যালোচনার তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার রমজানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা এবং ইসমাইলের বিরুদ্ধে যশোরের কোতয়ালি, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের লোহাগড়া, পটুয়াখালীর মহিপুর থানায় চুরি-ডাকাতির পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস/এমএস

Advertisement