বিনোদন

বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় সকাল রাজ

বর্তমান প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী সকাল রাজ। মডেলিংয়ের মাধ্যমে তিনি শোবিজে যাত্রা করেছেন। প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন রাজ। সিনেমার নাম ‘আতরবিবিলেন’। সম্প্রতি সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু।

Advertisement

প্রথম সিনেমা নিয়ে অনুভূতি জানিয়ে সকাল রাজ বলেন, ‘এত তাড়াতাড়ি সিনেমায় অভিনয় করব কখনো চিন্তাও করিনি। ভেবেছিলাম আরও কিছু সময় নিয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেই সিনেমায় আসব। কিন্তু “আতরবিবিলেন” সিনেমার গল্পটা আমাকে এতটাই টেনেছে যে গল্পটা শুনেই আর লোভ সামলাতে পারিনি। এই সিনেমায় যদি অভিনয় না করতাম হয়তোবা আমার জীবনের একটা অপ্রাপ্তি থেকে যেত।’

সকাল রাজ আরও বলেন, ‘সিনেমার চরিত্রটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি বাকিটা আমার দর্শকরা সিনেমা হলে দেখে বলতে পারবে।’

অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সকাল রাজ বলেন, ‘নায়ক হতে নয়, একজন ভালো অভিনেতা হতে আমি সিনেমা জগতে এসেছি। গল্প পছন্দ হলে যে কোনো চরিত্রে অভিনয় করতে আগ্রহী।’

Advertisement

আসছে ঈদে সিনেমাটি মুক্তি প্রসঙ্গে সকাল রাজ বলেন, ‘অসাধারণ সামাজিক গল্পের এই সিনেমাটি পুরো পরিবার নিয়ে দেখার মতো। আশা করি, দর্শক নিরাশ হবেন না। সকলকে সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখার অনুরোধ থাকবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লি, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুর ইত্যাদি স্থানে ‘আতরবিবিলেন’ সিনেমাটির শুটিং হয়েছে।

আরও পড়ুন:

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন পপসম্রাট আজম খান বিয়ে করেছেন মিলন, পাত্রী কে

‘আতরবিবিলেন’ সিনেমাটিতে রাজের নায়িকা হয়েছেন ফারজানা সুমি। এছাড়া আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সীমান্ত প্রমুখ।

Advertisement

এমআই/এমএমএফ/এমএস