ধর্ম

টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে কি রোজা ভেঙে যায়?

রোজা অবস্থায় টুথপেস্ট বা অন্য কোনো মাজন ব্যবহার করে দাঁত মাজলে রোজা ভেঙে যায় না, তবে রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা মাকরুহ বা অপছন্দনীয়। তাই রোজার দিন টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজতে চাইলে সাহরির সময় শেষ হওয়ার আগেই সেটা করে ফেলা উচিত। আর সাহরির সময় শেষ হয়ে যাওয়ার পর দাঁত মাজতে চাইলে শুধু ব্রাশ অথবা মিসওয়াক ব্যবহার করা উচিত।

Advertisement

মিসওয়াক নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অত্যন্ত প্রিয় ও গুরুত্বপূর্ণ একটি সুন্নত। এটি আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভের মাধ্যম। আবু বকর সিদ্দীক (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, মিসওয়াক মুখের পবিত্রতা এবং রবের সন্তুষ্টির মাধ্যম। (সুনানে ইবনে মাজাহ: ২৮৯)

ওয়াসিলা ইবনুল আসকা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন, আমাকে মিসওয়াকের আদেশ দেয়া হয়েছে। আমার আশঙ্কা হতে লাগল, না জানি তা আমার উপর ফরজ করে দেয়া হয়। (মুসনাদে আহমাদ: ১৬০০৭)

আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আমার উম্মতের উপর আমি যদি কষ্টকর মনে না করতাম, তবে তাদেরকে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। (সহিহ বুখারি: ৮৮৭)

Advertisement

রোজাহীন অবস্থায় মিসওয়াক যেমন সুন্নত ও ফজিলতপূর্ণ, রোজা অবস্থায়ও মিসওয়াক করা সুন্নত ও ফজিলতপূর্ণ আমল। তাই রোজা অবস্থায় টুথ পেস্ট দিয়ে দাঁত মাজার বিকল্প হিসেবে যদি মিসওয়াক করেন, তাহলে মুখের পরিচ্ছন্নতার পাশাপাশি মিসওয়াক করার সওয়াবও লাভ করবেন।

ওএফএফ/জিকেএস