দেশজুড়ে

মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো ট্রাক

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো বেপরোয়া গতির একটি ট্রাক। তবে এ ঘটনায় মারাত্মক কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মালভর্তি একটি ট্রাক ব্রেক ফেল করে একটি মোটরসাইকেল চাপা দিয়ে বিপ্লব সাহার মুদি দোকান ও মিজানুরের স্যান্ডেলের দোকানে ঢুকে পড়ে। হঠাৎ চিৎকারের শব্দ ও আতঙ্কে তিন-চারজন লোক আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, ট্রাকটি ভাঙ্গা বাজারের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে পানপট্টির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি মোটরসাইকেল চাপা দেয়। কিছুটা দূরে গিয়ে একটি দোকানে ঢুকে পড়ে।

Advertisement

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মোটরসাইকেল, জুতা ও মুদি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বাজারে লোকজন কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটি উদ্ধার করা হলেও চালক-হেলপার পালিয়ে যান।

এনকেবি নয়ন/আরএইচ/জেআইএম