জাতীয়

আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশকে তার কাজ করতে দিতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেনি। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে। পুলিশের কাজটা পুলিশকেই করতে হবে।’

Advertisement

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে নিম্নবিত্তদের জন্য মাসব্যাপী ‘গণমানুষের ইফতার’ আয়োজন শুরু করেছে এনসিপি। আজ আয়োজন শুরুর আগে সেখানে এসব কথা বলেন নাহিদ।

নাহিদ ইসলাম বলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের সুখ-দুঃখ সবকিছুই আমরা এ দেশের জনগণের সঙ্গে ভাগাভাগি করে নেবো। আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। ভবিষ্যতেও থাকবে। আমরা একসঙ্গেই ভালো থাকবো, না হলে খারাপ থাকবো। একসঙ্গে লড়াই করেই আমরা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাবো।’

‘শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে করতে হবে এবং সবাই মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো, যাতে আমাদের দেশের সমৃদ্ধি হয়। রমজান মাসজুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং মানুষ স্বস্তিতে ঈদের বাজার করতে পারেন, নিরাপদে বাসায় ফিরতে পারেন, সড়কে নিরাপদ থাকেন—সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা।’

Advertisement

এসময় এনসিপির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংগঠনিক জায়গা থেকে তো আমরা এনসিপির মাত্র কার্যক্রম শুরু করেছি। রমজান মাসে আমাদের খুব বেশি বড় কোনো কর্মসূচি থাকবে না। আমরা মূলত আমাদের গঠনতন্ত্র, পরবর্তী পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম গোছাবো। হয়তো রমজান মাসের পরে আমাদের দেশব্যাপী কার্যক্রম শুরু হবে।’

এনএস/এমএএইচ/জেআইএম