কুষ্টিয়ার খোকসায় ভেজাল আখের গুড় তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন খোকসা পৌর বাজারে দ্বিলীপ বিশ্বাস ষষ্টির ভেজাল আখের গুড় তৈরির কারখানায় অভিযান চালান। এই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি ও গুড়ের মধ্যে তেলাপোকা দেখতে পান।
এসময় কারখানা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া গুড় উৎপাদন বন্ধ রাখার আদেশ দেন।
এসব ব্যবসায়ীরা ভারত থেকে গো খাদ্য চিটা গুড় আমদানি করেন। সেই গো খাদ্যের সঙ্গে চিনি ও কিছু আখের গুড় জাল দিয়ে ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করা হয়।
Advertisement
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত রায় দ্বিপন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে দ্বিলীপ বিশ্বাসকে জরিমানা ও তার গুড়ের কারখানা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
আল-মামুন সাগর/জেডএইচ/জেআইএম