জাতীয়

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ২৭ জন ও সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ১০ জন কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

Advertisement

বৃহস্পতিবার (৬ মার্চ) ডিএমপি সদরদপ্তরে এই পুলিশ কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন- ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াস কবির; সোয়াট টিমের সহকারী পুলিশ কমিশনার নাসিদ ফরহাদ; প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) মেরিনা আক্তার; সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা) মোহাম্মদ আবির হাসান, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) সালেহ মুহম্মদ জাকারিয়া; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-কোতয়ালী জোন) পীযূষ কুমার দে; সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) বকুল হোসেন; সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) ফয়েজ ইকবাল; সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) তানভীর হাসান; সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ডেমরা) শরিফুল হক; সহকারী পুলিশ কমিশনার (সিআরও) আসমা আক্তার; সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) সাইফুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল জোন) মো. শইমী ইমতিয়াজ; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) জুনায়েদ জাহেদী; সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) ফারহানা মৃধা; সহকারী পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ) নাসরিন সুলতানা; সহকারী পুলিশ কমিশনার (সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগ) রোকসানা ইসলাম সুজানা; সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) রাকিবা ইয়াসমিন; সহকারী পুলিশ কমিশনার (পরিবহন) জয়ীতা দাস; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শেরেবাংলা নগর জোন) উদয় কুমার সাহা; সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) মো. মোর্শেদুল হাসান পিপিএম; অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) মো. মাসুদ রানা; সহকারী পুলিশ কমিশনার (দারুসসালাম-জোন) এহসানুল কামরান তানভীর; সরকার সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট) শাওন কুমার; সহকারী পুলিশ কমিশনার (সিটি-স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ) ওবাইন পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা জোন) আরিফুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) আবুল খয়ের।

পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপাররা হলেন- শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জিয়া উদ্দিন খান; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এসএম হাসিবুর রহমান বাবু; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক অমল কান্তি রায়; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক সৈয়দ মারুফ আল-রাজী; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আবু সাঈদ; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আল মাসুদ খান; শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহা. মামুন অর রশীদ এবং শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. আলতাফ হোসেন মোল্লা।

Advertisement

গত ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো.মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে এ পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে ডিএমপির ২৭ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার ও ১০ জন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।

র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস, এন, মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো.শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেআর/এমকেআর/জেআইএম

Advertisement