বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা মামলায় ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
বৃহস্পতিবার (৬ মার্চ) শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। এদিন তাকে আদালতে উপস্থিত করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক মো. ওমর ফারুক।
অন্যদিকে, আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ডের আদেশ দেন বিচারক। এর আগে বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় আশুলিয়া থানার নবীনগর চন্দ্রা মহাসড়কে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন রিয়াজুল ইসলাম (৩৮)। এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে আনা হলে মৃত্যুবরণ করেন রিয়াজুল।
Advertisement
এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪ সালে দশম জাতীয় সংসদে প্রথমবার সংসদ সদস্য হন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগ প্রার্থী বেনজীর আহমদের কাছে পরাজিত হন।
এমআইএন/এমএএইচ/জেআইএম