তার ক্যারিয়ারসেরা ইনিংসটা শ্রীলঙ্কার বিপক্ষেই। পাঁজরে ব্যথা নিয়ে ১৪৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। এশিয়া কাপের সে ম্যাচে বাংলাদেশ বড় জয়ও পায়।
Advertisement
শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচেই এমন জ্বলে উঠেছে মুশফিকের ব্যাট। লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কটাও দারুণ। শ্রীলঙ্কার তারকা ব্যাটার দিমুথ করুনারত্নেই যেমন আবেগী এক স্ট্যাটাস দিলেন মুশফিককে নিয়ে।
ওয়ানডে থেকে তার অবসরের খবর শুনে মুশফিককে বন্ধু আখ্যা দিয়ে ফেসবুকে করুণারত্নে লিখেছেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম, বাংলাদেশি ক্রিকেটের একজন সত্যিকারের কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। খেলার প্রতি তার নিষ্ঠা, দক্ষতা এবং আবেগ লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে। তার দৃঢ় ব্যাটিং থেকে শুরু করে তার তীক্ষ্ণ উইকেটকিপিং পর্যন্ত, মুশফিকুর সর্বদা দলের জন্য তার সেরাটা দিয়েছেন।’
মুশফিককে বাংলাদেশ ক্রিকেটের হিরো আখ্যা দিয়ে সাবেক লঙ্কান অধিনায়ক আরও লিখেছেন, ‘ওয়ানডে ক্রিকেটের স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ মুশফিকুর! আপনি সবসময় বাংলাদেশ ক্রিকেটের একজন হিরো থাকবেন।’
Advertisement
এমএমআর/জিকেএস