জাগো জবস

দ্রুত সফলতার কোনো শর্টকাট নেই: সিহাব সাদমান

সিহাব সাদমান নেশায় ও পেশায় একজন তরুণ স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তা। বগুড়াজুড়ে তার রয়েছে বিশেষ পরিচিতি। জেসিআই বগুড়ার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট তিনি। স্পাইসএল নামের একটি ক্লাউডবেইজড কিচেনসহ মোট ৮টি উদ্যোগের মাধ্যমে তার অধীনে কাজ করছেন অসংখ্য মানুষ। তার উদ্যোক্তা হওয়ার গল্প ও নতুনদের জন্য পরামর্শ নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন বেনজির আবরার—

Advertisement

জাগো নিউজ: আপনার উদ্যোক্তা হওয়ার যাত্রা কীভাবে শুরু হলো?সিহাব সাদমান: আমার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে। শুরুতে ব্যবসার প্রতি ঝোঁক, স্বাধীনভাবে কিছু করার ইচ্ছা এবং মানুষের জন্য কিছু করার অভিপ্রায় থেকেই পথচলা শুরু। রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে ফুড ব্র্যান্ড, প্রশিক্ষণ কেন্দ্র এবং উদ্যোক্তাদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। সেই যাত্রায় প্রতিটি পদক্ষেপই ছিল শেখার এবং নিজেকে আরও গড়ে তোলার সুযোগ।

জাগো নিউজ: স্পাইসএল রেস্টুরেন্টের সেবাগুলো কী কী?সিহাব সাদমান: স্পাইসএল মূলত একটি ক্লাউডবেইজড কিচেন, যা সপ্তাহে সাতদিন চব্বিশ ঘণ্টা খোলা থাকে। এখানে দেশি ও বিদেশি খাবারের মিশেলে বিশেষ মেন্যু তৈরি করি। ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, ইভেন্ট ক্যাটারিং, কর্পোরেট বুকিং এবং অনলাইন ফুড ডেলিভারির সুবিধা আছে। এ ছাড়াও গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড ফুড সার্ভিসও প্রদান করি। স্পাইসএলসহ আমার মোট আটটি ব্র্যান্ড আছে, যেগুলো সফলভাবে পরিচালনা করছি।

জাগো নিউজ: জেসিআই বগুড়া প্রতিষ্ঠার পেছনে কী উদ্দেশ্য ছিল?সিহাব সাদমান: জেসিআই বগুড়া প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বগুড়ার তরুণদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। যেখানে তারা নেতৃত্ব, উদ্যোক্তা দক্ষতা এবং সামাজিক উন্নয়নের নানা কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করতে পারেন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, প্রশিক্ষণ এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে আমরা তরুণদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি।

Advertisement

জাগো নিউজ: দ্রুত সফলতার রহস্য কী?সিহাব সাদমান: দ্রুত সফলতার কোনো শর্টকাট নেই। তবে কিছু বিষয় মেনে চললে সফলতা অর্জন সহজ হয়। কঠোর পরিশ্রম, ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিকতা সফলতার প্রধান চাবিকাঠি। এ ছাড়া সমস্যা সমাধানের দক্ষতা এবং সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও অত্যন্ত জরুরি। গ্রাহক এবং বাজার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে সাফল্য অনেকটাই নিশ্চিত।

আরও পড়ুন তিনবার অকৃতকার্য হয়ে মানসিকভাবে ভেঙে পড়ি: মামুন হোসেন বাংলাদেশ ব্যাংকে চাকরি পেতে যা করবেন

জাগো নিউজ: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?সিহাব সাদমান: ভবিষ্যতে আমার ফুড ব্র্যান্ড এবং ট্রেনিং সেন্টারকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চাই। বিশেষ করে, কার্ট-বেইজড ফুড বিজনেস মডেল বাস্তবায়ন করতে চাই। যা তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি, ‘এন্টারপ্রেনার্স এক্সিলেন্স প্রজেক্ট’ নামে একটি টেকসই উদ্যোগ গড়ে তুলতে চাই। যা নতুন উদ্যোক্তাদের জন্য সহায়ক হবে।

জাগো নিউজ: নবীন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কী?সিহাব সাদমান: শুরুতেই বড় বিনিয়োগের চিন্তা না করে ছোট পরিসরে শুরু করা উচিত। ব্যর্থতাকে ভয় না পেয়ে সেটিকে শিক্ষার অংশ হিসেবে নিতে হবে। বাস্তব অভিজ্ঞতা, বাজার গবেষণা এবং ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জনের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। এ ছাড়া নেটওয়ার্কিং বাড়ানো এবং সঠিক মেন্টরের সঙ্গে সংযুক্ত থাকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাগো নিউজ: একজন সফল উদ্যোক্তা হতে গেলে কোন গুণগুলো সবচেয়ে জরুরি?সিহাব সাদমান: সফল উদ্যোক্তা হতে হলে নেতৃত্বের দক্ষতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং বাজার বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে। নতুন কিছুর প্রতি উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং ধৈর্যও জরুরি। সঠিক পরিকল্পনা আর ধারাবাহিকতা থাকলে যে কোনো উদ্যোগই সফল হতে পারে।

Advertisement

জাগো নিউজ: শেষ কথা হিসেবে তরুণদের কিছু বলবেন?সিহাব সাদমান: উদ্যোক্তা হওয়া মানেই চ্যালেঞ্জ নেওয়া। তবে চ্যালেঞ্জগুলোই সবচেয়ে বেশি শেখায়। তরুণদের প্রতি আমার পরামর্শ—স্বপ্ন দেখলেই হবে না, তাকে বাস্তবায়নের জন্য প্রতিদিন কাজ করতে হবে। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং হাল না ছাড়ার মানসিকতাই সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। সফলতা কখনো রাতারাতি আসে না।

এসইউ/এএসএম