আন্তর্জাতিক

জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ি ঢুকে পড়ায় নিহত ২

জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ার ঘটনায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

Advertisement

পুলিশের মুখপাত্র স্টেফান উইলহেলম জানিয়েছেন, সোমবার ম্যানহেইমের প্যারাডপ্লাটজে এক গাড়িচালক একদল লোকের ওপর গাড়ি উঠিয়ে দেন।

ওই ঘটনার পর পুলিশ গাড়ির চালককে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি জানিয়েছে, সে একাই এই কাজ করেছে। এই ঘটনার পর জনসাধারণের জন্য বড় ধরনের কোনো হুমকির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

বাডেন-উর্টেমবার্গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস স্ট্রোবল বলেন, চালক ৪০ বছর বয়সী একজন জার্মান নাগরিক। তিনি নিকটবর্তী রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের বাসিন্দা। এই ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

Advertisement

থমাস স্ট্রোবল বলেন, সেখানে কী ঘটেছে এবং অপরাধের পটভূমি ও অপরাধী কী কারণে হামলা চালিয়েছে তা জানতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ইউক্রেন সংকটে ইউরোপ কি এবার সাহসী পদক্ষেপ নেবে? জনসম্মুখে উত্তপ্ত তর্কে জড়ালেন ট্রাম্প-জেলেনস্কি, হয়নি চুক্তি হোয়াইট হাউজ থেকে বেরিয়ে এক পোস্টে চারবার ‘ধন্যবাদ’ দিলেন জেলেনস্কি

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, ম্যানহাইম বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে যে, তারা দুর্ঘটনায় আহত তিনজনকে চিকিৎসা দিয়েছে। এর মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। অন্যান্য হাসপাতালগুলোতেও রোগী ভর্তি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টিটিএন

Advertisement