রাজনীতি

লুটপাটের টাকা উদ্ধার করে শিক্ষকদের বেতন দেওয়া হোক

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, এই টাকাগুলো উদ্ধার করে বর্তমান নন-এমপিও শিক্ষকদের বেতন হিসেবে দেওয়া হোক।

Advertisement

সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, নন-এমপিও শিক্ষকরা ৯ দিন ধরে রাস্তায় বসে অবস্থান কর্মসূচি করছেন। মানবতা বলে, শিক্ষকদের এভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থি, একটা দেশের মর্যাদার পরিপন্থি। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং শিক্ষাব্যবস্থার মান সম্মান প্রতিষ্ঠা করতে চায় তাহলে অনতিবিলম্বে নন-এমপিও শিক্ষকদের এই অবস্থানে এসে তাদের দাবি পূরণ করতে হবে। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই নন-এমপিও শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে।

সরকারের প্রতি প্রস্তাব জানিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, এই টাকাগুলো উদ্ধার করে বর্তমান এই শিক্ষদের বেতন হিসেবে দেওয়া হোক। আর এখন থেকেই প্রক্রিয়া শুরু করে এখানে যে শিক্ষকরা অবস্থান করছেন তাদের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা করার সুযোগ করে দেওয়া হোক। আলাপ-আলোচনা করে নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক। যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে, তত তাড়াতাড়ি জাতি সুন্দর একটা শিক্ষাব্যবস্থা ফিরে পাবে। তাই আমি অনুরোধ করব, আর সময় না নিয়ে যত দ্রুত সম্ভব শিক্ষকদের এই দাবি মেনে নেওয়ার জন্য।

Advertisement

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার বেছে বেছে বিএনপি-জামায়াতের এবং তাদের বিরোধী অন্য লোকদের দ্বারা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। সেজন্য যত দ্রুত সম্ভব অধিকারবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এবং অধিকারবঞ্চিত নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য তড়িৎ ব্যবস্থা নিতে হবে।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা।

এসআরএস/এএমএ

Advertisement