‘তুফান’ নির্মাতা রায়হান রাফির আজ জন্মদিন। রাতে জন্মদিনের কেক কাটার একটি ছবি পাওয়া যায় তার। সেখানে দেখা গেছে একপাশে মা ও অন্য পাশে নায়িকা তমা মির্জাকে নিয়ে কেক কাটছেন আলোচিত এই চলচ্চিত্র পরিচালক।
Advertisement
রাফির কেক কাটার ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। লিখেছেন ‘হ্যাপি বার্থডে মাই ব্রো।’ ইমরানের ওই পোস্ট নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন রায়হান রাফি।
রাফির সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন বহু দিনের। সিনেমা ছাড়াও রাফিকে নিয়ে যেসব কারণে আলোচনা সৃষ্টি হয়, তা তমাকে নিয়েই। নেটিজেনদের বিশ্বাস, তমা ও রায়হান রাফির প্রেমের সম্পর্ক রয়েছে। একটি অসমর্থিত সূত্র জাগো নিউজকে জানিয়েছে, বিয়ে করে রীতিমতো সংসার করছেন এই পরিচালক ও অভিনেত্রী। তবে ঘটনার শতভাগ সত্যতা নিশ্চিত করা যায়নি।
একসঙ্গে কাজ করতে গিয়েই বন্ধুত্ব গড়ে ওঠে তমা ও রাফির। সেই থেকে প্রেম। যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে তমা মির্জা ও রাফির দাবি ছিল, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক।
Advertisement
রায়হান রাফির পরিচালনায় প্রথমবার ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধেন তমা। চলতি মাসে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। এটিও নির্মাণ করেছেন রাফি, অভিনয় করেছেন তমা। কেবলই ‘নায়িকা’ থেকে ক্রমশ অভিনেত্রী হিসেবে নিজের জমিন শক্ত করে ফেলেছেন তমা মির্জা। গত কয়েক বছরে বেশ কয়েকটি ওয়েব ও সিনেমা সেই সাক্ষর দেবে।
তমা অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘সুড়ঙ্গ’। অন্যদিকে রাফির হাতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। আশা করা যাচ্ছে চলতি বছর একে একে সেসব অবমুক্ত করে নতুন আলোচনার জন্ম দেবেন এই নির্মাতা।
আরও পড়ুন:
রাফির সঙ্গে জমেছে তমার প্রেম, নতুন সিনেমায় বাড়লো গুঞ্জন প্রেম করি এটা কথা সত্য: তমা মির্জা ‘তুফান’ নির্মাতার সঙ্গে আর কাজ করবেন না তমা, কেনএমআই/আরএমডি/এমএস/এএসএম
Advertisement