আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি, আমরা তাদের কাছে কৃতজ্ঞ: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, অবশ্যই আমরা যুক্তরাষ্ট্রের গুরুত্ব বুঝি ও তাদের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। এমন কোনো দিন নেই, যেদিন আমরা যুক্তরাষ্ট্ররে এই সহয়তার জন্য কৃতজ্ঞতা অনুভব করিনি।

Advertisement

সোমবার (৩ মার্চ) লন্ডনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ এক শীর্ষ সম্মেলনে যোগদানের পর এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ না হওয়া ও তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানানো নিয়ে হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বাগ্‌বিতণ্ডার দুদিন পর এক্সে এই ভিডিও বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি আরও বলেন, সবাই মূল ইস্যুতে ঐক্যবদ্ধ। শান্তির জন্য সত্যিকারের নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন ও এটি গোটা ইউরোপের অবস্থান। সমগ্র ইউরোপ মহাদেশ, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন; এমনকি তুরস্কও ইউক্রেন ইস্যুতে একমত।

Advertisement

তিনি বলেন অন্তহীন যুদ্ধ নয়, শান্তি দরকার। আর আমাদের মতে, নিরাপত্তার নিশ্চয়তাই এই শান্তির মূল চাবিকাঠি।

এদিকে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ বিষয়ক চুক্তি করতে প্রস্তুত বলেও জানিয়েছেন জেলেনস্কি। উভয় পক্ষ প্রস্তুত থাকলে আলোচনাধীন চুক্তিটি সই হতে পারে বলে জানান তিনি।

এই চুক্তিটি ইউক্রেন সংকট সমাধানের একটি ধাপ হিসেবে বিবেচিত হলেও শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাদানুবাদের পর তা আর স্বাক্ষরিত হয়নি।

সূত্র: এনডিটিভি

Advertisement

এসএএইচ