জাতীয়

অবৈধ সম্পদ: সাবেক এমপি-কাউন্সিলরের নামে মামলা 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

একই অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সোমবার (৩ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, সাবেক এমপি আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে। 

Advertisement

আরও পড়ুন

স্ত্রী-মেয়েসহ আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ সাবেক ডিজিএফআই প্রধান সাইফুলের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার  যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে তাদের বিচার হওয়া উচিত 

এদিকে সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। প্রথম মামলায় আকাশের বিরুদ্ধে ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় পপি রানীর বিরুদ্ধে ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

এসএম/ইএ

Advertisement