বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
Advertisement
সোমবার (৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি তার সুস্থতা কামনা করেন।
এতে তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন।
আরও পড়ুন অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুলজানা গেছে, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় মোড়ক উন্মোচন ছিল। সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন মির্জা ফখরুল। পরে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।
Advertisement
এএএম/এমআইএইচএস/এএসএম