জাতীয়

বাড্ডা-মোহাম্মদপুর থেকে গ্রেফতার ১২ ছিনতাইকারী কারাগারে

রাজধানীর বাড্ডা ও মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার ১২ ছিনতাইকারীকে পৃথক দুই মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

বাড্ডা থানার মামলায় কারাগারে যাওয়া দুই আসামি হলো- মো. তৈয়বুর মিয়া (২১) ও সানি আহমেদ সামির (২০)।

সোমবার (৩ মার্চ) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম।

এদিকে, মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকা থেকে গ্রেফতার হয়ে কারাগারে যাওয়া ১০ ছিনতাইকারী হলো- অনিক আহম্মেদ শান্ত (২২), রায়হান (২১), মেহেদী হাসান (২৩), রাসেল মিয়া (২১), রানা (২৪), হোসেন (১৯), রাব্বি (১৯), সিয়াম হোসেন (২০), সুজন (২৮) ও ফারহান ইসলাম শুভ (২০)। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ।

Advertisement

বাড্ডা থানার মামলার সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কতিপয় ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশ্যে উত্তর বাড্ডার আব্দুর হামিদ রোডের খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে তৈয়বুর ও সানিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও তিনটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক মো. হানিফ।

মোহাম্মদপুর থানার মামলার সূত্রে জানা যায়, রোববার (২ মার্চ) মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১০ দুর্বৃত্তকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আলতাফ হোসেন সরকার।

এমআইএন/এমএএইচ/এমএস

Advertisement