জাতীয়

বোয়ালখালীতে ভাড়া বাসায় মিললো নারীর মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে ভাড়াবাসা থেকে রোজী আক্তার (২৭) নামের এক নারীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) দিনগত রাতে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী জমাদার হাট এলাকার একটি ভবনের চতুর্থ তলার বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

রোজী আক্তার পার্শ্ববর্তী পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার মহিবুল আবচারের স্ত্রী।

সোমবার (৩ মার্চ) বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, ভাড়াবাসার শয়নকক্ষের খাটের ওপর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রোজী আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, জমাদার হাট এলাকা থেকে উদ্ধার হওয়া নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

এমডিআইএইচ/এমএএইচ/এমএস