চট্টগ্রামে দুটি বিদেশি পিস্তলসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতাররা হলো, মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) এবং মো. রুবেল (২৬)। তারা সিএমপির শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে সিএমপির উত্তর জোনের উপকমিশনার আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাতকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ছাড়াও ৯ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, একটি হাঁসুয়া, একটি ধারালো ছুরি, দুটি কেঁচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
Advertisement
গ্রেফতার মিল্লাত আরেক শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী। আসামিরা মূলত ছিনতাই, চাঁদাবাজি ও জায়গা দখল সংক্রান্ত আধিপত্য বিস্তার এবং ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি প্রস্তুতি এবং মাদক আইনে তিনটি পৃথক মামলা হয়েছে।
এমডিআইএইচ/এমএএইচ/এএসএম