রাজধানীর শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন করা মামলায় চিকিৎসক ইশরাত রফিক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত।
Advertisement
সোমবার (৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। এদিন চিকিৎসক ঈশিতা আদালতে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে খালাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ঈশিতা।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ আগস্ট মিরপুর থেকে ডা. ঈশিতাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে পরদিন ২ আগস্ট ভুয়া পরিচয় দেওয়া, মাদক ব্যবসা, সার্টিফিকেট জালিয়াতিসহ নানা অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক ও প্রতারণা আইনে শাহ আলী থানায় তিনটি মামলা করা হয়। গ্রেফতারের ১৪ মাস পর ২০২২ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান ঈশিতা। মাদক আইনে মামলাটি তদন্ত করে র্যাব-৪ এর উপ-পরিদর্শক মঈনুল হোসেন ওই বছরের ২০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২৩ সালের ৯ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ১৩ জন আদালতে সাক্ষ্য দেন।
এমআইএন/এমএএইচ/জেআইএম
Advertisement