রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তারা হলেন- মো. জয় (২২), মো. রাব্বি (২৮), মো. লিটন (২৭), মো. সাগর (১৭), মো. সোহাগ (২৪), মো. অনিক (২৪), মো. ফারুক (২৫), মো. আরিফ (১৮) ও মো. ওয়াসিম (১৮)। এদের মধ্যে মো. জয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
Advertisement
রোববার (২ মার্চ) দিনগত রাত সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের ৯ জনকে রাত ৪টার দিকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয় ও ১ জনকে ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন আহমেদ জানান, আমরা গতরাতে খবর পাই, কাজলা স্কুল গলি এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা চলছিল। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে নয়জনকে আটক করি। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায়। পরে জয় নামের একজনকে পুলিশ পাহারায় ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। তাদের সবার বাসা কাজলার স্কুল গলি এলাকায়।
কাজী আল-আমিন/এএমএ/জিকেএস
Advertisement