ময়মনসিংহে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়াসহ পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার সাহেব কাচারি এলাকায় মেসার্স এইচএসবি ব্রিকস ও মেসার্স আলম ব্রিকসে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে সানজিদা রহমান বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে ইটভাটা দুটি চলছিল। রোববার অভিযান চালিয়ে এইচএসবি ব্রিকসের কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এসময় আলম ব্রিকস ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে পরিচালিত হওয়ায় মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার মালিককে জরিমানার পাশাপাশি প্রয়োজনে ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
Advertisement
কামরুজ্জামান মিন্টু/এসআর/জিকেএস