আন্তর্জাতিক

অবৈধ পথে ইসরায়েলে ঢুকতে গিয়ে গুলিতে ভারতীয় যুবক নিহত

অবৈধ পথে ইসরায়েলে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম থমাস গ্যাব্রিয়েল পেরেরা, বয়স ৪৭ বছর। তিনি ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের থুম্বার বাসিন্দা।

Advertisement

জর্ডানে অবস্থিত ভারতীয় দূতাবাসের পাঠানো এক চিঠিতে জানানো হয়, থমাস ও তার সঙ্গী এডিসন (৪৩) গত ১০ ফেব্রুয়ারি জর্ডানের কারাক এলাকা দিয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। নিরাপত্তা বাহিনী তাদের থামতে বললে তারা নির্দেশ অমান্য করলে গুলি চালানো হয়। এতে থমাস মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান, আর এডিসন আহত হন। পরে থমাসের মরদেহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন>> 

যুদ্ধের মধ্যেই ইসরায়েলে যেতে বিশাল লাইন ভারতীয়দের ইসরায়েলে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক, কাজ করবে ফিলিস্তিনিদের জায়গায় ভারতের মানুষ ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুকে জানালেন মোদী

নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, থমাস ও এডিসনসহ মোট চারজন গত ৫ ফেব্রুয়ারি পর্যটক ভিসায় জর্ডানে গিয়েছিলেন। সেখানে কর্মরত এক কেরালাবাসী তাদের সহায়তা করেন।

Advertisement

পরিবার জানায়, ঘটনার পর কয়েকদিন ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলে ২৮ ফেব্রুয়ারি দূতাবাসের পক্ষ থেকে এক আত্মীয়কে ই-মেইল পাঠিয়ে থমাসের মৃত্যুর বিষয়টি জানানো হয়। তবে পরিবার ১ মার্চ ওই ই-মেইল খুলে পড়ে।

এডিসন গুলিবিদ্ধ অবস্থায় জর্ডানের নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন এবং একটি ক্যাম্পে চিকিৎসা পান। এরপর তাকে কারাগারে পাঠানো হয় এবং পরে নিজ দেশে ফেরত পাঠানো হয়। পরিবার জানায়, ওই দলের আরও দুই সদস্য এখনো জর্ডানের কারাগারে রয়েছেন।

কেরালার প্রবাসী কল্যাণ সংস্থা নন-রেসিডেন্ট কেরালাইটস অ্যাফেয়ার্স (এনওআরকেএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অজিত কোলাসেরি জানান, এটি অবৈধ অভিবাসনের একটি ঘটনা। তিনি বলেন, বৈধ কর্মসংস্থান ভিসা ছাড়া অনেকেই প্রতারক নিয়োগ এজেন্টদের মাধ্যমে বিদেশে পাড়ি জমাচ্ছেন, যা বিপজ্জনক হতে পারে। এ ধরনের অবৈধ অভিবাসনের বিষয়ে এনওআরকেএ আগে থেকে কোনো তথ্য পায় না, কেবল বিপদে পড়ার পরই আমরা জানতে পারি।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, থমাসের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে পরিবহনের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ের প্রয়োজন হবে, যা শিগগির পরিবারের কাছে জানানো হবে।

Advertisement

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকেএএ/