রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের এক রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারের নির্দেশনা অনুযায়ী পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেছে। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।
আরাফাত আমান আজিজ জানান, ওই ভিডিও প্রচারের পর জেলা প্রশাসক তাকে বিষয়টি তদন্তের জন্য চিঠি দিয়েছেন। এর প্রেক্ষিতে তিনি একটি তদন্ত কমিটি গঠন করেছেন। পবা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার থেকেই এই কমিটি কাজ শুরু করবে।
এর আগে গত শুক্রবার পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের একটি সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কোয়ার্টারের সামনে জাহিদ হাসান রাসেল এক রিকশাচালককে জুতাপেটা করছেন। পরে প্রাইভেটকারের ব্যাকডালা থেকে লাঠি বের করে রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এছাড়া গালাগাল করতেও শোনা যায় তাকে।
Advertisement
সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস