খেলাধুলা

ভেতরে ভেতরে আইপিএলে যোগাযোগ চলছে মোস্তাফিজের!

দলবদল শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ। নতুন বছরে ক্রিকেটাররা খুঁজে নিয়েছেন নিজ ঠিকানা। ১২ দল নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে। এখন অপেক্ষার পালা প্রিমিয়ার লিগ শুরুর।

Advertisement

আর মাত্র ৪৮ ঘণ্টা, তারপরই শুরু ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় আসর প্রিমিয়ার লিগ। ৩ মার্চ তিনটি খেলা দিয়ে পর্দা উঠবে এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের।

আজ শনিবার ১ মার্চ বিকেলে শেরেবাংলায় প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন হয়ে গেল। লিগ শুরুর আগে ১২ দলের অধিনায়ক ও মনোনীত ক্রিকেটাররা লিগ ট্রফি হাতে পোজ দিলেন ক্যামেরায়।

মিরপুর স্টেডিয়ামের পাশে বিসিবি একাডেমি মাঠ এখন সরব ক্রিকেটারদের পদচারণায়। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় সব ক্লাবের অনুশীলন চলছে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া ১৫ ক্রিকেটারের বাইরে সবাই মগ্ন অনুশীলনে। কিন্তু জাতীয় দলের সেই বহরে না থেকেও কোনো ক্লাবের অনুশীলনে নেই লিটন দাস। কীভাবে থাকবেন? জাতীয় দলের বাইরে থাকা এ তারকা ব্যাটারের তো এখন পর্যন্ত দলই ঠিক হয়নি।

দরদামে বনিবনা না হওয়ায় এবারের প্রিমিয়ার লিগে কোনো ক্লাবই লিটন দাসকে নেয়নি। জানা গেছে, লিজেন্ডস অব রূপগঞ্জের সাথেই মূলত কথা-বার্তা চলছিল লিটন দাসের। কিন্তু লিটন যে পারিশ্রমিক চেয়েছেন, রূপগঞ্জ তা দিতে রাজি হয়নি।

টি-টোয়েন্টি আর ওয়ানডেতে সর্বশেষ ফর্মটা বেশ খারাপ কেটেছে। তাই এবার দলবদলে লিটনের চাহিদা কমে গেছে। আগের বছর লিটন যে দলে খেলেছেন, সেই আবাহনী এবার প্রায় ভাঙা হাট। ৮ থেকে ১০ জন নির্ভরযোগ্য পারফরমার এবার দল ছেড়েছেন। থাকার কথা থাকলেও দলবদলের শেষ দিন আবাহনী ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিয়েছেন আফিফ হোসেন ধ্রুব।

লিটন দাস নিজে এসে টোকেন তুললেও কোনো ক্লাবের সাথে রফা না হওয়ায় সেই টোকেন নিজের কাছেই রেখে দিয়েছেন।

Advertisement

জানা গেছে, প্রাথমিকভাবে যে ক্লাবই তাকে খেলার প্রস্তাব দিয়েছে, লিটন দাস ৬০ লাখ টাকা দর হেঁকেছেন। বলার অপেক্ষা রাখে না, এবার এত টাকা মূল্যে তাকে দলে ভেড়াতে রাজি হয়নি কোনো ক্লাব।

সংশ্লিষ্ট সূত্রের খবর, লিজেন্ডস অব রূপগঞ্জের কর্তারা প্রাথমিকভাবে ৪০ লাখ টাকা দিতে রাজি হন লিটনকে। কিন্তু লিটন রাজি হননি। এখনো দুইপক্ষের মধ্যে কথা চলছে।

এর মধ্যে রূপগঞ্জ আবার ৪০ লাখ থেকে নেমে এসেছে। কারণ, লিটন ঢাকা লিগে যে পজিশনে খেলেন, সেই ৪ নম্বরে রূপগঞ্জ দলে নিয়েছে আবাহনীরই আরেক মিডল-অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়কে।

এখন লিটনকে নিলে জয়কে বসিয়ে টাকা দিতে হবে। এই বিবেচনায় লিটনের ব্যাপারে উৎসাহ কমেছে রূপগঞ্জের। তাই তারা লিটনকে ৪০ লাখ টাকার নিচে নামতে বলেছে। কিন্তু ওদিকে লিটনও ৪০ লাখের নিচে খেলতে রাজি নন। তাই আজ শনিবার বিকেল পর্যন্ত দল পাননি।

এদিকে লিটনের পাশাপাশি দল হয়নি মোস্তাফিজুর রহমানেরও। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য মোস্তাফিজ দুবাই আর পাকিস্তানে থাকায় দলবদলের সময় লিটনের মতো টোকেন তুলতে পারেননি।

নিয়ম অনুযায়ী এখন মোস্তাফিজকে হয় তার গতবারের দল প্রাইম ব্যাংকে খেলতে হবে, না হয় প্রাইম ব্যাংকের কাছ থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্স নিয়ে অন্য দলে যোগ দিতে হবে।

তবে ক্লাবপাড়ার খবর, মোস্তাফিজ কোনো ক্লাবের সঙ্গে কথা বলেননি। বরং মোস্তাফিজ নাকি জানিয়েছেন, তার সাথে ভেতরে ভেতরে একাধিক আইপিএল দলের কথা চলছে। সেক্ষেত্রে কাটার মাস্টার ঢাকা লিগ না খেলে আইপিএলে কোনো দলে যোগ দিতে পারেন।

এমএমআর/জেআইএম